রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আমতলীতে নির্যাতনে শ্রমিকের মৃতু্য দুই আসামি গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
আমতলীতে নির্যাতনে শ্রমিকের মৃতু্য দুই আসামি গ্রেপ্তার

ইটভাটার সরদার ছালাম চৌকিদার ও তার লোকজন দাদন টাকার জন্য লোহার শিকল দিয়ে আটকে শ্রমিক আনিস গাজীকে (৫৫) নির্যাতন করে। এতে ওই শ্রমিকের মৃতু্য হয়।

এ ঘটনায় শ্রমিকের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে ইটভাটার সরদার ছালাম চৌকিদারকে প্রধান আসামি করে ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে। প্রশাসন ওই ইটভাটা বন্ধ করে দিয়েছে।

স্ত্রী ফিরোজা বেগমের অভিযোগ গত বছর ২৮ ডিসেম্বর রাত সাড়ে তিনটায় ইটভাটার সরদার ছালাম গাজী, খালেক ও সবুজ শ্রমিক আনিস গাজীকে তার বাড়ি ডালাচারা থেকে তুলে আনে। পরে তাকে ইটভাটার একটি কক্ষে লোহার শিকল গিয়ে আটকে রেখে নির্যাতন করেছে। তাদের নির্যাতনে বৃহস্পতিবার শ্রমিক আনিস গাজী মারা যায়। এ ঘটনায় আমতলী থানায় স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে ইটভাটার সরদার ছালাম চৌকিদারকে প্রধান আসামি করে ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুই আসামি গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশ পেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে