শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমিলস্নায় ভোট কেন্দ্রে আগুন অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

উখিয়ায় অস্ত্রধারী রোহিঙ্গাসহ দুই জেলায় গ্রেপ্তার আরও ২
স্বদেশ ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

কুমিলস্নায় নগরীর ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ এক রোহিঙ্গা ও নীলফামারীতে তাঁতী দলের যুগ্ম আহ্বায়ককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, কুমিলস্না জানান, কুমিলস্না নগরীর চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে অগ্নিসংযোগ ও নগরীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

গ্রেপ্তাররা হলো- আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কাউছার (২৮), চাঁনপুর এলাকার শাকিল ওরফে সাক্কু (২৫) ও সাইমন (২২)।

পুলিশ সুপার জানান, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিলস্না নগরীর রানীর বাজার-রামমালা সড়কের বিসিক মোড় এলাকার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের অফিসের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মোটরসাইকেল যোগে এসে তিনটি ককটেল বিস্ফোরণ করে। এ সময় বিকট আওয়াজে ২টি ককটেল বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত থাকে। এ সময় পুলিশের ধাওয়ায় দুষ্কৃতকারীরা তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি ফেলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও একটি ককটেল জব্দ করে। পরে একইদিন রাত ১০টার দিকে কাউছার, শাকিল ও সাইমন চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে আগুন লাগিয়ে আগুনের ভিডিও ধারণ করে কুমিলস্না দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদের মোবাইলে পাঠায়। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ একজনকে আটক করেছে এপিবিএন পুলিশ। শুক্রবার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা সালামত উলস্নাহ (৩৮) ১৭ নম্বর ক্যাম্পের সিদ্দিকের ছেলে।

১৪ এপিবিএন পুলিশের সহ-অধিনায়ক মোহাম্মদ আরেফিন জুয়েল জানান, 'আসামির কাছে একটি ওয়ান শুটারগান ও কার্তুজ পাওয়া যায়। তার বিরুদ্ধে ক্যাম্পে নাশকতাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।'

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে সন্ত্রাসবিরোধী আইনে সদর উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সাকিব আনোয়ারকে (২৬) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের শাহীপাড়ায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, 'নাশকতামূলক পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে আটক করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে