শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ৮ হাজার ৭৬ জন আনসার সদস্য মোতায়েন

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

নেত্রকোনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার ৫টি আসনের বীপরিতে ৮ হাজার ৭৬জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা আনসার ব্যারাক প্রাঙ্গনে শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলস্নাহ তুহিন জেলার ৬৭০টি ভোটকেন্দ্রসহ স্টাইকিং ফোর্সের ৮ হাজার ৭৬জন সদস্যদের ব্রিফিংয়ে বলেন, আমাদের উপর নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ১৭ হাজার ১৪৩জন সদস্য সারাদেশে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৮ হাজার ৫শ' জন আনসার ব্যাটালিয়ান সদস্য স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নেত্রকোনায় স্টাইকিং ফোর্সে রয়েছেন ১১২জন সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট আবদুস সামাদ, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে