বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নেত্রকোনায় ৮ হাজার ৭৬ জন আনসার সদস্য মোতায়েন

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
নেত্রকোনায় ৮ হাজার ৭৬ জন আনসার সদস্য মোতায়েন

নেত্রকোনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার ৫টি আসনের বীপরিতে ৮ হাজার ৭৬জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা আনসার ব্যারাক প্রাঙ্গনে শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলস্নাহ তুহিন জেলার ৬৭০টি ভোটকেন্দ্রসহ স্টাইকিং ফোর্সের ৮ হাজার ৭৬জন সদস্যদের ব্রিফিংয়ে বলেন, আমাদের উপর নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।

1

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ১৭ হাজার ১৪৩জন সদস্য সারাদেশে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৮ হাজার ৫শ' জন আনসার ব্যাটালিয়ান সদস্য স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নেত্রকোনায় স্টাইকিং ফোর্সে রয়েছেন ১১২জন সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট আবদুস সামাদ, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে