বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আড়াইহাজারে এক রাতে ৫ বাড়িতে ডাকাতি আহত ৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
আড়াইহাজারে এক রাতে ৫ বাড়িতে ডাকাতি আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার রাতে একই এলাকার পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দলের সদস্যদের ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন নারীসহ পাঁচজন।

ঘটানাগুলো ঘটেছে উপজেলার কাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ মোড়, চম্পকনগর ও লালুরকান্দী এলাকায়।

1

াহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি হয়েছেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাত দল স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে।

আহত আফছানা জানান, রাতে সশস্ত্র ডাকাত দল একের পর এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। এ সময় ডাকাত দল গৃহকর্তা সেরাজউদ্দীন (৪০), তার ভাই আসাবউদ্দিন (৩৮), আসাবউদ্দিনের স্ত্রী বিলকিছ বেগম (৩৫) ও মেয়ে আফসানাকে (২০) এবং দাইয়ান (৩৫) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আড়াইহাজার থানার ডিউটি অফিসার এ এস আই আনার কলি জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে