বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচনের দিন বিএনপির হরতাল ঢংঢাং:পররাষ্ট্রমন্ত্রী

সিলেট অফিস
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
নির্বাচনের দিন বিএনপির হরতাল ঢংঢাং:পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের দুর্গাকুমার প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন -যাযাদি

নির্বাচনের দিন বিএনপির হরতালকে ঢংঢাং বলেন সিলেট-১ আসনের নৌকার প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, টানা ছুটির কারণে ভোটারদের উপস্থিতির কিছুটা কম হতে পারে। তিনদিনের ছুটি পেয়ে অনেকেই বেড়াতে যেতে পারেন। তবে এটি নিয়ে আশঙ্কা করার কিছু নেই।

1

রোববার সকাল মহানগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, 'সিসিক নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পড়েছিল। এটি ভালো। আর আমেরিকার নির্বাচনে একবার এসেছে ৩৮ এবং একবার এসেছে ৪৪ শতাংশ।

সিলেটের অন্য প্রার্থীরা তাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারাও মাঠে রয়েছে। ভোটার উপস্থিতির ব্যাপারে আমি আশাবাদী। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো অপ্রিয় ঘটনার খবর পাওয়া যায়নি।'

মন্ত্রী বলেন, নৌকাকে ভোট দিলে উন্নয়নের ধারাবাহিক অব্যাহত থাকবে। সবাইকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে