মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

নড়াইলের টেকনিক্যাল স্কুল কলেজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
নড়াইলের সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজ কেন্দ্রে ভোট দেন মাশরাফি বিন মোর্তজা -যাযাদি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্তজা নড়াইল শহরের সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজ ভোট কেন্দ্রে সকাল পৌনে ১১টায় ভোট দিয়েছেন।

ভোট দেওয়া শেষে মাশরাফি সাংবাদিকদের বলেন, 'আমি ভোট দেওয়ার আগে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। ভোটের উপস্থিতি ভালো। শীতের সময় অনেক ভোটার নাও আসতে পারত, তবুও অসুস্থ, বয়স্করা ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোট দেওয়ার জন্য। তাই ভালো লাগছে। শীতের বেলা যার কারণে মানুষ আস্তে আস্তে ভোট কেন্দ্রে আসছেন। বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ে।'

নড়াইল ২ আসনে ৮ জন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা (নৌকা), ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাঁতুড়ি), স্বতন্ত্র সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান (লাঙ্গল), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), স্বতন্ত্র মো. লায়ন নুর ইসলাম (ঈগল), ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান (মিনার)।

নড়াইল-২ আসন দুটি পৌরসভা, ২০ ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ১২টি ইউনিয়ন ও নড়াইল সদরে ৮টি ইউনিয়ন রয়েছে। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল ২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের মোট ভোটার ৩,৬৫,৭৩৭ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ৩টি ভোট রয়েছে। নড়াইল-২ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৭টি, এর মধ্যে লোহাগড়ায় ৮৮টি এবং নড়াইল সদরে ৫৯টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে