বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিলেন নৌকার প্রার্থী সাজ্জাদুল

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিলেন নৌকার প্রার্থী সাজ্জাদুল
নেত্রকোনায় মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান -যাযাদি

মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন, নেত্রকোনা ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান। তিনি সকাল সাড়ে আটটায় নির্বাচনী এলাকার মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় মা এবং তার সহধর্মিণী লায়লা আরজুমান, ছোট ভাই সাইফুল ইসলাম সোহেল, ছেলে সাবাব ভোট প্রদান করেন।

পরে তিনি মোহনগঞ্জ পৌর শহরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

1

সাজ্জাদুল হাসান জানান, বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় ভোটারের উপস্থিতি ভালো, এভাবে ভোটার ৪টা পর্যন্ত কেন্দ্রে ভোটার এসে ভোট দিলে, খুব ভালো একটা রেজাল্ট হবে আশা করছি।

প্রতিটি কেন্দ্রের পরিবেশ সুন্দর, সুশৃঙ্খল। ভোটার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে