মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

শার্শায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ভোট বর্জন

বেনাপোল ও শার্শা (যশোর) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
শার্শায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ভোট বর্জন

অনিয়ম ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগে ভোট বর্জন করেছেন যশোর-১ শার্শা আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছিলেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলে তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন। এ সময় নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি ভোটকেন্দ্র দখলের অভিযোগে আনেন তিনি।

আশরাফুল আলম লিটন বলেন, 'আমি একজন প্রার্থী। আমাকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। আমার স্ত্রীকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। গত ১৯ ডিসেম্বর আমাকে মারপিট করা হয়। এখন পর্যন্ত ১৫০ নেতাকর্মী আহত হয়েছে। এখন যে পরিস্থিতি, এতে যে কোনো মায়ের বুক খালি হতে পারে। আমি এমন ভোট চাই না।'

তিনি অভিযোগ করেন, 'প্রতিটি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। আমার ৯ জন এজেন্টকে মারপিট করা হয়েছে।' কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার বিষয়টি জানানো হলেও প্রশাসন ও নির্বাচনের দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটরা কোনো ব্যবস্থা নেননি বলেও অভিযোগ করেন এই প্রার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে