মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের তিনটি আসনে জাপাসহ ৩ প্রার্থীর ভোট বর্জন

স্বদেশ ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
কক্সবাজার ৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল মার্কার নুরুল আমিন সিকদার ভুট্টু সংবাদ সম্মেলন করেন ভোট বর্জন করেন -যাযাদি

জাল ভোট, কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে কক্সবাজার ১, ৩ ও ৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও দুই স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুর তিনটার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ ঘোষণা দেন। এছাড়াও পরক্ষণে ফেজবুকে লাইভে তিনি ব্রিফিং দেন।

ফেজবুকে লাইভে তিনি বলেন, 'বিশেষ একটি গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্ন ভোট কেন্দ্র্রে গিয়ে ট্রাক গাড়ির এজেন্টদের বের করে দিয়ে হাতঘডি মার্কায় সিল মারার সুযোগ করে দিচ্ছে। তাই আমি এই প্রহসনের ভোট বর্জন করলাম।' এদিকে চকরিয়া উপজেলা একাকারা ইউনিয়নের উত্তর একাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক যুবক। এছাড়াও পেকুয়ায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।

কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ ভোট বর্জন করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। রোববার দুপুর ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন মিজান সাঈদ।

মিজান সাঈদ অভিযোগ করে বলেন, 'কক্সবাজার-৩ আসনে ১৬৭টি কেন্দ্রের মধ্যে নৌকা মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল নেতাকর্মীদের দিয়ে ১৩০টি কেন্দ্র দখল করে জাল ভোট দেন। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেয়। কোথাও কোথাও এজেন্ট পর্যন্ত দিতে দেয়া হয়নি।'

তিনি আরও বলেন, 'সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারেই নগণ্য, যাকে প্রহসনের নির্বাচন বলা চলে।' বিষয়টি লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানান তিনি। আবেদনে ভোট স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি জানানো হয়েছে।

কক্সবাজারের জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, 'ঈগল প্রতীকের পক্ষে লিখিত একটি আবেদন পাওয়া গেছে। তবে প্রার্থী বর্জন করেছেন কি না জানা নেই।'

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজার-৪ (উখিয়া, টেকনাফ) আসনের জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল মার্কার নুরুল আমিন সিকদার ভুট্টু ভোট বর্জন করেছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে উখিয়ায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, 'সকালে দুই ঘণ্টা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাল ভোট প্রদান, কেন্দ্র দখল ও লাঙ্গল মার্কার এজেন্টকে বের করে দেয়।'

তিনি আরও বলেন, 'বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের জানালেও কোনো প্রতিকার পাইনি।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই প্রার্থী বলেন, 'এ নির্বাচনটি জাতির সামনে একটি ন্যক্কারজনক নির্বাচন হিসেবে বিবেচিত হবে। তাই এ ধরনের তামাশার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোটে অংশগ্রহণ থেকে প্রার্থিতা বর্জন করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে