শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

খাগড়াছড়িতে জাল ভোট দেওয়ায় চার যুবকের কারাদন্ড

যাযাদি ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
খাগড়াছড়িতে জাল ভোট দেওয়ায় চার যুবকের কারাদন্ড

খাগড়াছড়ির পানছড়িতে জাল ভোট দিতে গিয়ে আটক চার যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালের দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অঞ্জন দাশ।

কারাদক্ষপ্রাপ্ত যুবকরা হলেন- জাহিদ হাসান, শওকত মিয়া, মো. হালিম ও ফুল মিয়া। তারা সবাই পানছড়ির লোগাং এলাকার বাসিন্দা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা অঞ্জন দাশ বলেন, সকালে ছদ্মবেশে ভোটকেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার ঘটনায় চার যুবককে শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। পরে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এ সময় বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাফরুলস্নাহ উপস্থিত ছিলেন। পরে দন্ডপ্রাপ্ত চার যুবককে পানছড়ি থানায় পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে