বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয়বার বিজয়ী হলেন দেবিদ্বারের আবুল কালাম আজাদ

দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
দ্বিতীয়বার বিজয়ী হলেন দেবিদ্বারের আবুল কালাম আজাদ

জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনের মধ্যে কুমিলস্না-৪ দেবিদ্বার আসনটি ছিল আলোচনায়। এ আসনটি এবার ভিন্ন আলোচনায় এক প্রার্থী। যিনি জীবনের প্রথম দু'টি নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হয়েছেন। তিনি দেবিদ্বার আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক প্রার্থী আবুল কালাম আজাদ। গত সোমবার রিটার্নিং কর্মকর্তা ও কুমিলস্না জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে বিজয়ী ঘোষণা করেন।

২০২১ সালের ২৮ ফেব্রম্নয়ারি উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রথমবার নৌকা প্রতীক তিনি বিজয়ী হয়েছিলেন। ওই সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের চাচা ও বিএনপি নেতা ধানের শীষ প্রতীকের এ এফ এম তারেক মুন্সী। এরপর ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথমবার অংশ দিয়ে আবার বিজয়ী হন আবুল কালাম আজাদ। এবার তার সঙ্গে লড়েছেন একবার উপজেলা চেয়ারম্যান ও দু'বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে