বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুলস্নাহ হারুন বাবলু, যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুরুজ্জামান রিংকু, পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, কৃষক লীগ জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন, মোজাম্মেল হক ঝিলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা বেগম পারুল প্রমুখ।

রংপুর প্রতিনিধি জানান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, প্রক্টর শরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম ও বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া প্রমুখ।

গাজীপুর প্রতিনিধি জানান, নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। ব্রি সদর দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্রির মহাপরিচালক ড. শাহজাহান কবীর। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আব্দুল লতিফসহ সব বিভাগীয় ও শাখা প্রধান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।

হাবিপ্রবি প্রতিনিধি জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভিসি ড. এম কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মামুনুর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মাহাবুব হোসেন। এরপর ক্রমান্বয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতারাসহ অন্যান্য সংগঠন।

পবিপ্রবি প্রতিনিধি জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভিসি ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রেস ক্লাবে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন ঠাকুর অলক, মোহাম্মদ দিলোয়ার হোসেন দিলু, সদস্য দেলোয়ার হোসেন মনা, সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মাহফুজ আলী প্রমুখ।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসিম কুমার পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জিতু মিয়া, সম্পাদক লতিফ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রায়হান আলী ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী, ভলাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গণি তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আসগর, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন পলাশ প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মলিস্নক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,র্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতার মু্যরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্থানীয় আওয়ামী লীগ। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, সাবেক সহ-সভাপতি আমির আজম রেজা, পৌর আওয়ামী লীগ নেতা আকবর হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিলস্নাহ সোহাগ ও উপজেলা তাঁতী লীগের সভাপতি মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন আদমদীঘি সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন মেছের আলী প্রমুখ।

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদৎবরণকারী সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে একটির্ যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, এইচ এম রহিমুজ্জামান সুমন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে