বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

অপার সৌন্দর্যের লীলাভূমি লামার রূপসীপাড়া

লামা (বান্দরবান) প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লামার রূপসীপাড়া ইউনিয়ন -যাযাদি

বান্দরবান জেলার প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি লামা উপজেলা। লামা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে সুন্দর জায়গা রূপসীপাড়া ইউনিয়ন। শুধু নামেই রূপসীপাড়া নয়, প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমিও বলা যায় এই ইউনিয়নকে। উপজেলা শহর থেকে ৯ কিলোমিটার পূর্বে অবস্থিত ইউনিয়নের একমাত্র বাজার (রূপসীপাড়া বাজার)। যে কোনো গাড়িতে করে যাওয়ার সুযোগ রয়েছে।

লামা খালের সৌন্দর্য দেখতে রূপসীপাড়া বাজার হতে ছোট ছোট মেশিন চালিত নৌকাসহ শীত মৌসুমে মোটরসাইকেল করে যাওয়া যায় খুব সহজেই। রূপসীপাড়ায় রয়েছে 'লামা খালের মাছকুম'। রূপসীপাড়া বাজার থেকে লামা খালের মাছকুম যাওয়ার আগেই ১২ কিলোমিটার পূর্বে নাইক্ষ্যংমুখ বাজার ও চুমপুং হেডম্যান পাড়া নৌকায় যাওয়ার সুযোগ রয়েছে। তবে শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে গেলে মোটরসাইকেল করে যাওয়া যায়। বাকি কিছু পথ হেঁটে যেতে হয়। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সময়টায় নদীতে পানি থাকার কারণে ভ্রমণে যাওয়ার ভালো সময়। অন্যদিকে রূপসীপাড়া বাজার হতে মংপ্রম্নপাড়া পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা মোটরসাইকেল বা জিপে যাওয়ার সুযোগ রয়েছে।

খালের দুই পাড়ে ছোট ছোট পাহাড়ি ও বাঙালিদের কয়েকটি গ্রাম দেখা গেল। লোকালয়, সবুজ ধানক্ষেত, ফসলের মাঠ আর কাছাকাছি আবছা পাহাড়। অসংখ্য পাখির দেখা মিলে। অনেক বাঙালি জীবন ও জীবিকার কারণে পাহাড়ে বসবাস করতে শুরু করেছে। যতই পাহাড়ের গভীরে যাওয়া হবে ততই মার্মা, গ্রে ও ত্রিপুরা সম্প্র্রদায়ের লোকজনের দেখা মিলবে।

চুমপুং মুরুং হেডম্যান পাড়ার পাশেই রয়েছে আরেকটি সুন্দর স্থান, যার নাম গোদা ঝিরি মাছকুম ও ঝর্ণা। লামা খালের মাছকুমের মতো প্রাকৃতিক দৃশ্যের দেখা মিলবে এখানে। গোদাঝিরি মাছকুমের উপরে রয়েছে সুন্দর গোদাঝিরি ঝর্ণা। এই ঝর্ণাটা দৃষ্টিনন্দন এবং বেশ প্রশস্ত কিন্তু পানির গতিবেগ কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে