বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

শিবচরে ভুল চিকিৎসায় রোগীর মৃতু্যর অভিযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
শিবচরে ভুল চিকিৎসায় রোগীর মৃতু্যর অভিযোগ

মাদারীপুর শিবচরে ভুল চিকিৎসায় পলি আক্তার (৩০) নামে এক রোগীর মৃতু্যর অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে তার মৃতু্য হয়।

নিহত পলি শিবচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খানকান্দি এলাকার লিটন শেখের স্ত্রী ও উপজেলার উমেদপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের খবির মোলস্নার মেয়ে।

জানা যায়, ওইদিন সকালে রোগীকে সিজারিয়ান অপারেশনের জন্য শিবচর পৌরবাজারের ৭১ সড়কের মা ও শিশু (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আনা হয়। দুপুর ১টার দিকে রোগী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে অপারেশনের পরই প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে পলির মৃতু্য হয়।

এদিকে রাত ১১টার দিকে ভুল চিকিৎসায় পলির মৃতু্যর অভিযোগে হাসপাতালে বিক্ষোভ করেন স্বজনরা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার বলেন, 'কেন এমন হলো আমরা বলতে পারব না। এই ডাক্তার আমাদের এখানে কলিংয়ে আসেন। নিয়মিত সিজার করেন।'

মঙ্গলবার বিকালে শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, 'এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে