বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বেরোবির ৫৯ গবেষক বিশ্বসেরার তালিকায়

রংপুর প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
বেরোবির ৫৯ গবেষক বিশ্বসেরার তালিকায়

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এ বছরে বিশ্বসেরা গবেষকদের তালিকায় বিভিন্ন বিভাগের ৫৯ জনের নাম রয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থী গবেষকরাও জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয়র্ যাংকিং সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স 'ওয়ার্ল্ড সায়েন্টিফিকর্ যাংকিং'-২০২৪-এর তালিকা বেরোবি প্রকাশ করেছে।

সূত্র মতে, বিশ্বসেরা গবেষকদের তালিকায় এ বছর স্থান পেয়েছেন বাংলাদেশের ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এর্ যাংকিং করা হয়েছে।

বেরোবি গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, দ্বিতীয় স্থানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, তৃতীয় স্থানে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, চতুর্থ স্থানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী রোকাইয়া সালাম এবং পঞ্চম স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রাকিব।

বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবির ২৩৭ গবেষক সংস্থার ওয়েবসাইট সূত্রে জানা যায়, ইনডেক্সটি সারাবিশ্বে গবেষণাপত্রের কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে 'এইচ' ও 'আই-১০' সূচকে এ তালিকা তৈরি করে। এ পদ্ধতির উদ্ভাবক দুই গবেষকের (অধ্যাপক মুরত আলপার ও চিহান ডজার) দাবি, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী-গবেষক-অধ্যাপকদের কাজ এবং তাদের শেষ ৬ বছরের কাজের তথ্য বিশ্লেষণের পর তা এইচ-ইনডেক্স, আইটেন-ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে