বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

'বাচ্চাদের মাঠে না নিলে মাদক ও মোবাইল থেকে দূরে রাখা যাবে না'

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন -যাযাদি

নবনির্বাচিত সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে ফুটবল নিয়ে কথা বলতে চাই, সংসদে কথা বলতে চাই। কারণ বাংলাদেশের বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে তাদের মাদক থেকে দূরে রাখা যাবে না, মোবাইলের আসক্তি থেকে দূরে রাখা যাবে না। ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ঘোষণা দিয়েছি, চুনারুঘাট ও মাধবপুরে প্রায় একশ'র মতো ফুটবল মাঠ বানাতে চাই। ছোট ছোট মাঠ এবং এটা আমি আপনাদের দেখাব যে, একজন এমপি চাইলে এললাকার মানুষের কতটুকু ভাগ্য বদলাতে পারে।'

তিনি বৃহস্পতিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, 'আমি সারা বাংলাদেশে ফুটবলটা ছড়িয়ে দিতে চাই। বাফুফেকে যতটুকু চাপে রাখা যায় ততটুকু চাপে রাখতে চাই। আপনারা জানেন, আমার একটা ফুটবল একাডেমি আছে। নির্বাচনের কারণে কিছু দিন আমাদের প্র্যাকটিস বন্ধ ছিল। আবার প্র্যাকটিস শুরু হয়েছে।'

নির্বাচনে জয়ী হওয়া প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, 'আমার এলাকা থেকে আমি চমক দেখিয়ে ভোটে নির্বাচিত হয়েছি। তাই আমার পুরো সময়টা চমকের ওপর থাকবে। প্রথমে একটা নদীতে ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্যদিয়ে শুরু হবে আমার কাজ। আপাতত বেশ কিছুদিন আমাকে ময়লা পরিষ্কার করতে হবে। তারপর অন্য পরিবর্তনগুলো সাধন করব।'

বঙ্গবন্ধুর প্রতি আকুণ্ঠ ভালোবাসা জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, 'বুধবার আমি এমপি হিসেবে শপথ গ্রহণ করেছি। চলে আসছি আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি দিতে। কারণ তার আদর্শের ওপর ভিত্তি করে আমি নিজেকে দাবি করি সবসময় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার আদর্শকে আমি ধারণ করি, বহন করি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে