শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

রিফ্রেশার ট্রেনিং

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া প্রোগ্রাম-এর উদ্যোগে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রম্নপ সদস্যদের জন্য দুই দিনব্যাপী রিফ্রেশার ট্রেনিং সোমবার শেষ হয়েছে।

নীলফামারী এরিয়া প্রোগ্রামের কনফারেন্স রুমে রিফ্রেশার ট্রেনিংটি অনুষ্ঠিত হয়। ট্রেনিং এ ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। রিফ্রেশার ট্রেনিংটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার আগস্টিন মিস্ত্রী, এসিও এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছজুল আলম মন্ডল।

মহাসম্মেলন

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর তারগাছ বুসতানুল উলুম ক্বাওমী মাদ্রাসার বালক-বালিকা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন রোববার রাতে তারগাছ টাওজার ফ্যাক্টরি সংলগ্ন মাঠে তারগাছ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মো. আব্দুল আজিজের সভাপতিত্বে এবং তালগাছ বুসতনুল উলুম ক্বাওমী মাদ্রাসার মুহতামিন মুফতি আব্দুলস্নাহ আনসারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে থাকেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, বিশেষ অতিথি থাকেন গাছা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলহাজ গাজী আব্দুস সোবহান, যুবলীগের সাবেক সভাপতি মো. মীযানুর রহমান।

মতবিনিময় সভা

ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ্য সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনের সঙ্গে উপজেলার সরকারি কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ্য সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোশতাকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. দাউদ, কটিয়াদী সরকারি কলেজরে অধ্যক্ষ মো. আতাউর রহমান, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ প্রমুখ।

মেলা উদ্বোধন

ম ইসলামপুর (জামালপুর ) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ইসলামপুর উপজেলা প্রশাসন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. শাহানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক শফিকুর রহমান শিবলীসহ আর অনেক।

শীতবস্ত্র বিতরণ

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাঘাইহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়নের আওতাধীন এলাকাসমূহের শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান (পিএসসি)। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. নাজমুল হাসান (এমসি), সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়াসহ অনান্য পদবীর সদস্য ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কম্বল প্রদান

ম লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক হাজার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল প্রদান করার মাধ্যমে পাশে দাঁড়ালেন সোনালী ব্যাংক পাবলিক লিমিটেড। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক পাবলিক লিমিটেডের উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মো. মনিরুজ্জামান, গিয়াসউদ্দিন, মুন্সীগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম আবদুল মতিন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ব্যাংকের লৌহজং শাখার ব্যবস্থাপক আহমেদ মামুন কোরাইশি প্রমুখ।

মঙ্গল শোভাযাত্রা

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ ও চতুষ্প্রহরব্যাপী অখন্ড মহানামযজ্ঞ এবং মঙ্গল শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার জঙ্গল নাপোড়া হিমছড়ির মুখ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারীর নেতৃত্বে, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মাস্টার শ্রী দিলীপ কুমার দে, সভাপতি শ্রী জহরলাল দেব দাশ, সাধারণ সম্পাদক শ্রী নিখিল দেব, অর্থ সম্পাদক শ্রী সুভাষ দেব উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

ম গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তির পথসমূহ এবং উপকারিতা বিষয়ক লিগ্যাল এইডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন মঙ্গলবার গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট খান মো. শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী অ্যাডভোকেট ইব্রাহিম মিয়া, ম্যানেজার সোনিয়া সুলতানা, গোপালগঞ্জ পৌরসভার পৌর-অর্গানাইজার পারভীন আকতার, গণমাধ্যমকর্মী মোজাম্মেল হোসেন মুন্না, এস,এম হুমায়ুন কবীর, এসএম নজরুল ইসলাম, জয়ন্ত শিরালী প্রমুখ।

সম্প্র্রীতি সভা

ম ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, গুজবসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন, জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ও হজ-জাকাত বিষয়ে ইমামগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্‌ গুল নিঝুম'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর মহা. বশিরুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলসহ ঝালকাঠির চার উপজেলার আলেম-ওলামা ও ইমামগণ উপস্থিত ছিলেন।

সভা অনুষ্ঠিত

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন, নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, জেলা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, ওসি মমতাজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপস্নব, পিআইও মিঠুন কুন্ডুসহ সরকারি কর্মকর্তারা।

বিতরণ অনুষ্ঠান

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, প্রকৌশলী সুমন মাহমুদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জোবায়ের, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি

ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন নওগাঁর পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। সোমবার রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ডিআইজি আনিসুর রহমান শ্রেষ্ঠ ওসি হিসেবে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের নাম ঘোষণা করেন এবং তার হাতে ক্রেস্ট তুলে দেন। গত রোববার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবেও নির্বাচিত হন তিনি। এছাড়াও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন পত্নীতলা সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ) মুহাম্মদ আব্দুল মমীন এবং শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার এসআই রমজান আলী।

আইনশৃঙ্খলা সভা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুমিলস্না-১ আসনের এমপি ইঞ্জি. আবদুস সবুর। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার হোসেন নিজাম শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির প্রমুখ।

সমন্বয় সভা

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১শ' ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সমন্বয় সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রাণী চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মফিজ উদ্দিন, এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী শিক্ষা কর্মকর্তা তানভীর হাসান, মাহফুজ মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক মজুমদার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বেঞ্চ বিতরণ

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) ২০২১-২২ এর অর্থায়নে ৬ষ্ঠ পর্যায়ে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ২২৪ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, কৃষি অফিসার নয়ন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র সঞ্চয় যোজন প্রকল্প ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের (পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান) সার্বিক পরিচালনায় সুফলভোগী সদস্যদের আয়বর্ধনমূলক কার্যক্রম ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ গবাদিপশু ও হাঁস-মুরগি প্রতিপালনের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মো. হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান।

আইনশৃঙ্খলা সভা

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা- ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। সভার বক্তব্য রাখেন থানার ওসি হাদিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি অফিসার সজীব আল মারুফ, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হকসহ অন্যরা।

মতবিনিময় সভা

ম বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে শিশু সুরক্ষা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ মোকাবিলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদিশহর এলাকায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গুড শেফার্ড ট্রাস্টের পরিচালনায় প্রকল্পটির সভাপতি রেভা. তিমথীয় রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাহেনুল হক প্রমুখ।

এমপিকে গণসংবর্ধনা

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শফিকুল ইসলাম শফিকে গণসংবর্ধনা দিলেন নলসোন্দা মুক্তিযুদ্ধো সংসদ। রোববার বিকাল ৩টায় নলসোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি গাজী এস এম আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি।

কর্মসূচি অনুষ্ঠিত

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষুশিবির ও ছানি অপারেশনের লক্ষ্যে বিশেষায়িত চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে এবং পলস্নী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায়, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় মঙ্গলবার বেরুবাড়ী প্রবীণ সামাজিক কেন্দ্রে দিনব্যাপী এই চক্ষু ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রংপুর অঞ্চলের টিম লিডার বিদু্যৎ কুমার সাহা। বিশেষ অতিথি নাগেশ্বরী এলাকা ব্যবস্থাপক লিটন মিয়া প্রমুখ।

সংবর্ধনা প্রদান

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফকে আটঘরিয়া পৌরসভার উদ্যোগে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। উপস্থিত ছিলেন ইউএনও নাহারুল ইসলাম, থানার ওসি হাদিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাইমিনুল হোসেন চঞ্চল, ঈশ্বরদীর সাবেক চেয়ারম্যান মোকলেসুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে