মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

মায়ের কোলে ফিরল বিক্রি করা নবজাতক শিশু

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মায়ের কোলে ফিরল বিক্রি করা নবজাতক শিশু

বগুড়ার ধুনটে প্রায় তিন মাস পর মায়ের কোলে ফিরে পেল এক লাখ টাকায় বিক্রি করা সেই নবজাতক শিশু। শনিবার রাতে ধুনট থানা পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। এদিকে দীর্ঘদিন পর নবজাতক শিশুটিকে ফিরে পেয়ে আবেগাপস্নুত হয়ে পড়েন মা।

জানা গেছে, গত ২৮ নভেম্বর শেরপুর উপজেলার মাহবুব ক্লিনিকে আয়শা খাতুন (১৬) সন্তান জন্ম দেন। কিন্তু জ্ঞান ফেরার আগেই ক্লিনিক কর্তৃপক্ষের যোগসাজশে শিশুটিকে ১ লাখ টাকায় বিক্রি করে দেন রফিকুল ইসলাম শাহীন ও তার সহযোগীরা।

এ ঘটনায় গত ১৩ ফেব্রম্নয়ারি আয়েশা খাতুন বাদী হয়ে রফিকুল ইসলাম শাহীনসহ ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, 'মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে শিশুটিকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া এই মামলার আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে