সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে মোটর সাইকেল চালকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গোবিন্দগঞ্জে মোটর সাইকেল চালকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে নিরাপদে মোটর সাইকেল চলাচলে চালকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা করেছে পুলিশ। শনিবার গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এই প্রচারণা চালানো হয়।

গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্‌'র নেতৃত্বে এসআই রায়হানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এই প্রচারণায় অংশ নেন।

তারা মোটর সাইকেল চালানোর সময় করণীয় ও আবশ্যকীয় বিষয়গুলোতে চালকদের পরামর্শসহ দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। এদিন অসচেতন চালকদের মোটর সাইকেল আটক বা কোনো মামলা দেওয়া হয়নি।

ওসি শামসুল আলম জানান, 'ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো থেকে বিরত থাকতে আমরা সচেতনামূলক পরামর্শ দিয়েছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে