সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নানা আয়োজনে স্থানীয় সরকার দিবস উদযাপন

স্বদেশ ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজশাহীতে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন হতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয় -যাযাদি

'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও জন্মসনদ বিতরণ করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- রাজশাহী অফিস জানায়, দিবসটি উপলক্ষে বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন হতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রা শেষে নগর ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীন, ২ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি, ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৬ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল, ৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, ৮ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ১০ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, রাসিকের সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার প্রমুখ। দিবস উপলক্ষে রাসিকের কর্মসূচির মধ্যে আরও ছিল ২৭ ফেব্রম্নয়ারি থেকে সপ্তাহব্যাপী বকেয়া হোল্ডিং ট্যাক্সের সারচার্জ মওকুফ, সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে ওভারহেডে এবং সিঅ্যান্ডবি চত্বরে সরকার ও সিটি করপোরেশনের উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র প্রদর্শনী ইত্যাদি। খুলনা অফিস জানায়, খুলনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। প্রধান অতিথি বক্তৃতায় বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ছাড়া জাতি সামনে এগুতে পারবে না। স্থানীয় সরকার দপ্তরের মাধ্যমে সঠিকভাবে সব শিশুর জন্মনিবন্ধন হলে জনসংখ্যার হিসাব সহজে পাওয়া যাবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির ও সরদার মাহাবুবার রহমান। স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারের উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে প্রায় দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবাপ্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। কালেক্টরেট সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, কেএম রেজাউল হক, আবেদুর রহমান স্বপন, আশরাফুল ইসলাম, জুলফিকার আলী ভুটটু প্রমুখ। মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় সরকার উপ-পরিচালক শামীম হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা পরিষদ, শেরপুর পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধন করেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুক্তাদিরুল আহাম্মেদ। পরে শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে শেরপুর সদর ইউএনও মিজাবে রহমতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক, শেরপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন প্রমুখ। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কশিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন। এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলরসহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম প্রধান, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকৌশলী আব্দুস ছামাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম, মহিলাবিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ময়মনসিংহ পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর ডিজিএম রফিকুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের সব দপ্তরে স্মার্ট সেবা দেওয়ার প্রতিজ্ঞা করা হয়। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে পৃথকভাবে উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ পৌরসভার আয়োজনের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রাজীব হোসেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ কর্মকর্তা জেসমিন বেগম। অন্যদিকে দুপুরে কালীগঞ্জ পৌর সম্মেলন কক্ষে মেয়র এস এম রবীন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মিলন মিয়া, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরসহ অন্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্যর্ যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আশিক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নূরুন্নবী তারিক, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, পৌর মেয়র এ জি এম বাদশাহ, সহকারী প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রোজিনা আকতার সুমি, পরিসংখ্যান কর্মকর্তা হামিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, সাংবাদিক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম প্রমুখ। ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, ভোলাহাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাশেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গরিবুলস্নাহ দবির। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, উপজেলা এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান, মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান, বিএমডিএ সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী আব্দুল আওয়াল প্রমুখ। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর চাটখিলে উপজেলা সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার সংশ্লিষ্ট সব জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দেবিদ্বার পৌরসভার আয়োজনে পৌর মেয়র সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং দেবিদ্বার পৌর নিবাহী কমকর্তা ফখরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী সাজ্জাদ হাছান, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, কাউন্সিলর আবদুল কাদের, আমির হোসেন, আবুল বাসার সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কামরুন্নাহার, শামীমা আক্তার, শারমিন আক্তার, দেবিদ্বার প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দুলাল, গুনাইঘর উত্তর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল প্রমুখ। এ সময় পৌর মেয়র বলেন, স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরও বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ইউএনও নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, কেতকিবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও শিক্ষক রাজু আহম্মেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক প্রামাণিক, সহকারী কমিশনার (ভ‚মি) লিজা আক্তার বিথী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, নূর মোহাম্মাদ আবু তাহের, উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। উপস্থিত চিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মাহাবুব আলম, তাজুল ইসলাম মৃধা প্রমুখ।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মাহফুজুর রহমান ও পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু। আরও উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান, স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল কর্মকর্তা শুভময় পাল প্রমুখ।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত ইউএনও সবিতা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আবদুল আউয়াল সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রব সরদার প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে ইউএনও আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, রুহুল আমিন বাঘা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার, ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে ইউএনও সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) শাহানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সহকারী কমিশনার (ভ‚মি) শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) জালাল উদ্দীন ও কলমাকান্দা প্রেস ক্লাবের আহŸায়ক শেখ শামীম প্রমুখ।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে ইউএনও শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) তাহমিনা সুলতানা নীলা, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিম মোল্লা, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মনোরঞ্জন পাল, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মোল্লা প্রমুখ।

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে একটি শোভাযাত্রা বের হয়। পরে পরিসংখ্যান ও জাতীয় স্থানীয় সরকার দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও ইলিশায় রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা প্রকৌশলী রকিবুল আলম রাকিব, মেয়র আবু বক্কর ছিদ্দিক, চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত সভায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন মেয়র মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, প্রকৌশলী দপ্তরের হিসাব রক্ষক কামরুল জাম্মান কামু প্রমুখ।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে দিনব্যাপী আগত সব বয়সিদের বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়। সনদ তুলে দেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন। এ সময় ইউপি সচিব রোজিন পলাশ, হিসাব সহকারী পবন কুমার, উদ্যোক্তা নিবাস চন্দ্রসহ সব ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রায়পুর (ল²ীপুর) প্রতিনিধি জানান, ল²ীপুরের রায়পুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন ইউএনও নাজমা বিনতে আমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, সহকারী কমিশনার (ভ‚মি) মনিরা খাতুন, প্রকৌশলী সুমন মুন্সী, সহকারী প্রকৌশলী তাজল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে ইউএনও সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) তানিয়া আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সাল, উপজেলা প্রকৌশলী আ. মোমিন, মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, শিবগঞ্জে আলোচনা সভায় ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) মো. তাসনিমুজ্জামান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুÐু, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি প্রমুখ।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও তানভীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন বড়–য়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে