শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

পথনাট্য উৎসব

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

'নাটকের শাণিত তরবারি, রুখবেই অনিয়ম-দুর্নীতি' প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় পথনাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নাট্য উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বাংলাদেশ গ্রম্নপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য উত্তম কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শরফুদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইলের সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থার সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষে কার্যকরী কমিটির সদস্য মু. জোবায়েদ মলিস্নক বুলবুল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গণসঙ্গীতশিল্পী বীর মুক্তিযোদ্ধা

এলেন মলিস্নক।

প্রশিক্ষণ কর্মশালা

ম পাবনা প্রতিনিধি

পাবনায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা সার্কেলের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ পাবনা সার্কেল'র সহকারী পরিচালক আব্দুল হালিম, মোটরযান পরিদর্শক হাফিজুর রহমান ও এস এম ফরিদুর রহমান, সহকারী মোটরযান পরিদর্শক রেজাউল করিম ও সুজন রাজবংশী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খানসহ অনেকে। কর্মশালায় ১শ' জন পেশাদার ড্রাইভার অংশগ্রহণ করেন।

অবহিতকরণ সভা

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকোপারেশন আয়োজিত প্রিপার ফর রিস্কস বাই ইম্প্রুভিং ডেইলি ইনভায়রনমেন্ট (প্রাইড) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্যাম্প ইনচার্জ ও সিনিয়র সহকারী সচিব তরিকুল ইসলাম। হেলভেটাস বাংলাদেশের নেক্সাস সিনিয়র প্রকল্প কর্মকর্তা হিতৈষী খীসা প্রকল্পের মূল লক্ষ্য উদ্দেশ্য এবং চলমান অন্যান্য প্রকল্পগুলো উপস্থাপন করেন। সভা পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা আশিকুর রহমান। এ সময় এনজিও কারিতাস, ব্র্যাক, একটেড, কোডেক, আইইউসিএন, হেলভেটাস সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কাউন্সিলর আমজাদ হোসেন, জেসমিন সুলতানা কানন, সমাজসেবক মফিজ উদ্দিন, বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বারী, শিক্ষক রবিউল ইসলাম, সঞ্চালক আব্দুস সামাদ, শিক্ষক নিহার বানু প্রমুখ।

স্বাস্থ্য সামগ্রী বিতরণ

ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঁচ শতাধিক ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন। এ সময় ইউপি সচিব রোজিন পলাশ, হিসাব সহকারী পবন কুমার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন সরকার, শিক্ষক জনিল কুমার মাহাতো, উদ্যোক্তা নিবাস চন্দ্রসহ সব ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, 'শিক্ষার্থীদের মধ্যে ব্যতিক্রমধর্মী উপহারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।'

আলোচনা সভা

ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর ডায়বেটিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু আহম্মেদ মর্তুজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বীর-মুক্তিযোদ্ধা ডা. শাহ্‌ মতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় অংশ নেন সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায়, ডা. মাহেরুখ সাদী হেনা প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসের ইভা কিন্ডারগার্টেন ও ইভা মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কড়িকান্দি বাজার মাঠে হাইস্কুলের প্রতিষ্ঠাতা আলী হোসেন মোলস্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুস সালাম ও এসএম আরিফুল হক, ইভা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, ইভা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফাতেমা মাসুদ প্রমুখ।

নির্বাচন অনুষ্ঠিত

ম নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আখতার রানা নির্বাচিত হয়েছেন। বুধবার বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোশাররফ হোসেন জুয়েল ও সুলতানুল আলম মিলন, যুগ্ম সম্পাদক বাবুল আখতার রানা, একে সাজু, অর্থ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবু রায়হান রাসেল প্রচার সম্পাদক সুমন আলী।

অবহিতকরণ সভা

ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও আহার ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন-২০১৩ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হলরুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলায়মান। প্রধান অতিথি ছিলেন এনএনএসের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভৈরব উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা-কর্মচারী।

ক্রীড়া প্রতিযোগিতা

ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি গোলাম হাফিজ রঞ্জুর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদের পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আওলাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। উপস্থিত ছিলেন মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গোলজার হোসেন প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম। বিশেষ অতিথি ছিলেন ৩নং কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, কবাখালী ইউপি আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন।

আইনশৃঙ্খলা সভা

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী।

সভা অনুষ্ঠিত

ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত সভায় ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া (পিপিএম), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিউর রহমান, ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হিরা প্রমুখ।

দিবস পালিত

ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় স্থানীয় সরকার ও জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। দিবস দুটি উপলক্ষের্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ওসি মো. আহসানউলস্নাহ, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মকর্তা ডা. মো. সোবহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরন দত্ত, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে