বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ০২ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

প্রতিষ্ঠাবার্ষিকী

ম গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার রাতে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে 'লোকজ সাংস্কৃতিক উৎসব' অনুষ্ঠিত হয়। গাইবান্ধা লোকসংগীত অঙ্গন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরের সহধর্মিণী মাছুমা আখতার। সংগঠনের পরিচালক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমান, উদীচী জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া, জাহানারা আলম সংগীত বিদ্যালয়ের পরিচালক খাজা সুজন, লোকসংগীত শিল্পী সিরাজুল ইসলাম সোনা প্রমুখ।

সুধী সমাবেশ

ম জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে তেঘর শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকালে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান মতিউল ইসলাম নান্নুর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার তারিক হোসেন, সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন অভিভাবকরা।

বার্ষিক সভা

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম গন্ডামারা মাতব্বর পাড়া মুহাম্মদীয় আজিজিয়া নূরানী তা'লিমুল কোরআন মাদ্রাসা ও ফোরকানিয়ার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় আলহাজ মোস্তফা আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ফজল কাদের, মাস্টার মফিজুল ইসলাম, ব্যাংকার হামিদুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, আবিদ মোহাম্মদ এরশাদ প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়ের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ৯নং ভিয়াইল ইউনিয়নের কাচাড়িদীঘি নানীয়াটিকর বাজারে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চিরিরবন্দর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ আহ্বায়ক ডা. নবিন চন্দ্র রায়ের সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন ইউপি সদস্য মোক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, পূজা উদযাপন পরিষদ ৯নং ভিয়াইল ইউপির সভাপতি জ্যোতিষ রায়।

অবহিতকরণ সভা

ম বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁয় 'মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রন) আইন-২০১৩' বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের অর্থায়ন ও সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ।

সম্মেলন অনুষ্ঠিত

ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

দুই সন্তানই হবে বেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিবাদ্য সেস্নাগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলায় পরিবার সম্মেলন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে ছিলেন হালিমা খাতুন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল ফেরদৌস। এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা জেলা উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাংবাদিকসহ নারী-পুরুষ পরিবার সমাবেশে অংশগ্রহণ করেন।

অভিষেক অনুষ্ঠান

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার হল মার্কেটের দ্বিতীয় মহিউদ্দিন ম্যানশনের নিজস্ব কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কাজী মোহাম্মদ ওমর ফারুক। কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২ বছরের জন্য (২০২৪-২০২৫) সংগঠনের সাবেক আহ্বায়ক কাজী মোহাম্মদ ওমর ফারুককে সভাপতি ও সাবেক সদস্য সচিব আশরাফুল হক শিশিরকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা শহরের দি হলি চাইল্ড কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের মোক্তারপাড়া মাঠে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। দি হলি চাইল্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ রমা সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক প্রমুখ।

সাধারণ সভা

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা বাজার বণিক সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিউ অ্যাডভান্স কোচিং সেন্টারে সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা গৌতম কুমার চন্দ, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মন্ডল রাংগা, ক্যশিয়ার আলহাজ কাজী আশরাফ আলী, খলিলুর রহমান সরকার, ওয়াজেদ আলী আকন্দ, পরিতোষ কুমার পাল, ডাক্তার জিলস্নুর রহমান, ইয়াকুব আলী, আশিকুর রহমান সেকুল, আ.স.ম রুকুনুজ্জামান রিপন প্রমুখ।

গল্পের আসর

ম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গল্পের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শ্রীনগর স্টেডিয়ামে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বিপিএএ। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, আনোয়ার হোসেন খান।

সেবা প্রদানে

ম ডোমার (নীলফামারীর) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নরমাল ডেলিভারিতে আস্থা বাড়ছে গর্ভবতী মায়েদের। ইতিমধ্যে জনসাধারণের মাঝে সেবা প্রদানে সাফল্য অর্জন করায় নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে টানা তৃতীয়বার সেরা হওয়ার তকমা অর্জন করেছে সরকারি এই প্রতিষ্ঠানটি। দেশে চিকিৎসা সেবায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে বিত্তবান ব্যাক্তিদের এবং আরামপ্রিয় কিছু অংশ মানুষজন বিশেষ করে ব্যঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা ক্লিনিকে কর্মরত চিকিৎসকদের সিজারিয়ান পরামর্শের কারণে নরমাল ডেলিভারির কথা ভুলতে বসেছে অনেকে। ঠিক সে মুহূর্তে ৫০ শয্যাবিশিষ্ট ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নরমাল ডেলিভারিতে আস্থা বাড়ছে গর্ভবতী মায়েদের।

যুবক আটক

ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমার সাব রেজিস্ট্রার অফিসের টিপ বহিতে (থামবহি) কালি দিয়ে বিনষ্ট করার অভিযোগে এক যুবককে আটক করে ডোমার থানায় সোপর্দ করেছে ডোমার সাব রেজিস্ট্রার অফিসের লোকজন। জানা গেছে, ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে রবিউল আলম। এ ঘটনায় ডোমার সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী রুমা বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করেন।

খেলা অনুষ্ঠিত

ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইলান খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নরসিংদী কেন্দ্রীয় শহীদ মিনার উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা ত্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহীনুল ইসলাম ভূঞা। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী সরকার রাখি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।

উপহারসামগ্রী বিতরণ

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প 'বিডি ৪০২ এর আওতায় ৩১৬ জন স্পন্সর শিশুদের মাঝে বড় দিনের উপহার-২০২৩ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের উৎরাইল বাজারে তাদের নিজস্ব দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের মাঝে বড় দিনের উপহারসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এলসিসি কমিটির চেয়ারম্যান রেভা. স্টিফেন আশীষ রেমা, সদস্য পাস্টার দানিয়েল জি মমিন, হেমিংটন কুবি, লুদিয়া রুমা সাংমা, সাইমন এন্টনী সাংমা, মেনোলিকা থিগিদী প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

ম দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরফান খান মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ আহমেদ খান ইউসুব। বিশেষ অতিথি ছিলেন লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলেদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্না খান প্রমুখ।

বীমা দিবস

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

'করব বীমা গড়ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে ধারণ করে ইন্দুরকানীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুন নেসা সুমী, ই্‌দুরকানী থানা পরিদর্শক তদনন্ত বিকাশ চন্দ্র, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালাম প্রমুখ।

বিদায় অনুষ্ঠান

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা ডিগ্রি কলেজের প্রদর্শক আকতারুজ্জামান ও অফিস সহকারী আব্দুল আজিজের অবসরে যাওয়ায় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক বিষ্ণুপদ সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এটিএম তরিকুল ইসলাম গাইবান্ধা আদর্শ কলেজের উপাধ্যক্ষ মমিতুল হক নয়ন, সহকারী অধ্যাপক পূলক কুমার সেন, এনামুল হক, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, শাহ আলী বেপারী, সুভাষচন্দ্র বর্মণ প্রমুখ। পরে বিদায়ীদরে হাতে ক্রেস্ট প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইদুর রহমান।

বীচ হাফ ম্যারাথন

ম কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বিচ হাফ ম্যারাথন। 'সকলের অংশগ্রহণ, হ্রাস পাবে পস্নাস্টিক দূষণ' এই প্রতিপাদ্য নিয়ে এ ম্যারাথনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা কসমিক কালচার ট্রাস্ট। শুক্রবার সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হয় ম্যারাথন। ২৫৬ অপেশাদার ও শৌখিন দৌড়বিদরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন। বাংলায় বিজ্ঞান চর্চা ও বিকাশের অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা কসমিক কালচার ট্রাস্টের সভাপতি ড. অনিষ মন্ডল বলেন, পস্নাস্টিক দূষণ বন্ধই আমাদের মূল প্রতিপাদ্য। আজ সৈকতে খুব সুন্দরভাবে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আমাদের যারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানাই।

পুরস্কার বিতরণ

ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিবালয়ের বোয়ালী ডিএনঘোষ কিডস ইন্টারন্যাশনাল স্কুলে শুক্রবার বিকালে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হরিদাস ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এসএম জাহিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রথীন সাহা, সাংবাদিক জয় ঘোষ।

নাগরিক সংবর্ধনা

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

১৯ ফেব্রম্নয়ারি ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ১১০টি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হলেন হাফেজ বশির আহমেদ। শুক্রবার উপজেলার ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসা মাঠে আলী আজম তালুকদারের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। উলেস্নখ্য, হবিগঞ্জের লাখাই উপজেলার বুলস্না ইউনিয়নের গুনাই গ্রামের মো. আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরী দম্পতির ছেলে বশির আহমেদ। সে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।

বধ্যভূমি পরিদর্শন

ম শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপর উপজেলার দড়িমুকুন্দ বধ্যভূমির পুনর্নির্মাণ কাজ পরিদর্শন ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনসহ মির্জাপুরের আয়রা আশ্রয়ণ প্রকল্পে কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বুধবার বধ্যভূমি, আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে