বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই :খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই :খাদ্যমন্ত্রী

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার নওগাঁর নিয়ামতপুরের শ্রীমন্তপুর গার্লস স্কুল মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালী এসব কথা বলেন মন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ ডিজিটাল পদ্ধতি থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ খেলাধুলায় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।'

মন্ত্রী আরও বলেন, বর্তমানে সমাজে মাদকের ভয়াল থাবা গ্রাস করেছে। খেলাধুলাই পারে আগামীর ভবিষ্যত প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে। এজন্য খেলাধুলা নিয়মিত চালু রাখার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী খেলায় ইয়াছিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মণ, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রীমন্তপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ। ভলিবল টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে