বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদারীপুর আদালত চত্বরে মসজিদ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
মাদারীপুর আদালত চত্বরে মসজিদ উদ্বোধন

মাদারীপুর আদালত চত্বরে বুধবার জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। মসজিদ উদ্বোধন করেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবাইদুর রহমান খানসহ জজ কোর্টের বিচারক, আইনজীবী, কোর্টের স্টাফ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

1

মসজিদে উদ্বোধনী নামাজে ইমামতি করেন চন্ডীবর্তি পীর সাহেব হুজুর আলী আহম্মদ চৌধুরী। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। নামাজ শেষে আগত মুসলিস্নদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে আদালত চত্বরে কোনো মসজিদ ছিল না। বিজ্ঞ বিচারক, আইনজীবী, কোর্টের স্টাফ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ব্যক্তিগত সাহায্য সহযোগিতার মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে