শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

হ্যাকারদের কবলে মৌলভীবাজার জেলা পরিষদের ফেসবুক পেইজ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
হ্যাকারদের কবলে মৌলভীবাজার জেলা পরিষদের ফেসবুক পেইজ

মৌলভীবাজারে জেলা পরিষদের ফেসবুক পেজ 'জেলা পরিষদ, মৌলভীবাজার' দীর্ঘ ১৩ দিন ধরে হ্যাকারদের দখলে রয়েছে। প্রতিদিন হ্যাকাররা তিনটি করে ভারতীয় ভাষার আপত্তিকর ভিডিও আপলোড করে যাচ্ছে। ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, এসব ভিডিও ১০ থেকে ১৫ হাজার মানুষ দেখছেন। এতে স্থানীয় জনসাধারণ বাজে মন্তব্য করছেন। কেউ কেউ কমেন্টে লিখেছেন, সংশ্লিষ্ট প্রশাসন কেন দ্রম্নত এটি নিয়ন্ত্রণে আনছেন না।

পেজ ঘুরে দেখা যায়, মৌলভীবাজার জেলা পরিষদ সর্বশেষ মহান ২১ ফেব্রম্নয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলির ছবি আপলোড করে। এর পর গেল ১৮ মার্চ থেকে ধারাবাহিক আপত্তিকর ভিডিও আপলোড করা হচ্ছে।

এ দিকে জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে এরকম অশালীন ভিডিও আপলোড করায় স্থানীয় সচেতন মহল কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রম্নত উদ্ধার করতে সংশ্লিষ্ট দপ্তরকে আহ্বান জানিয়েছেন তারা।

জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, 'এই ঘটনায় আমরা থানায় একটি জিডি করেছি এবং সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে