শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে বাস, ট্রেন থামিয়ে যাত্রীদের রক্ষা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে বাস, ট্রেন থামিয়ে যাত্রীদের রক্ষা

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেললাইনে উঠে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এতে পাঁচজন আহত হলেও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি থামানোয় হাজারো যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী জানান, এ ঘটনায় ডিউটিরত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল।পরে দ্রম্নত দুর্ঘটনা কবলিত বাসটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানান, হঠাৎ করে ট্রেনটি হাতিয়া নামক স্থানে থেমে যাওয়ায় তারা ভয় পেয়ে যান। পরে জানতে পারেন, ওখানে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে পড়েছে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ট্রেনটি দাঁড়না করাতে না পারলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো।

এসআই টিটু চৌধুরী আরও জানান, এ ঘটনায় বাসের চারযাত্রী ও ট্রাকের চালক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে