শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ইসি আলমগীরের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ইসি আলমগীরের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন -যাযাদি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর হোসেন। রোববার শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সব এবং ১৯৭১ এর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের একান্ত ব্যক্তিগত সচিব মো. কামরুজ্জামান, গোপালপগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, পুলিশ সুপার আল বেলি আফিফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ অন্য কর্মকর্তারা।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে