বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

শিবালয়ে মিথ্যা অভিযোগ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ০১ মে ২০২৪, ০০:০০
শিবালয়ে মিথ্যা অভিযোগ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের শিবালয়ে জনৈক আব্দুর রহিম খানের দায়ের করা মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এলাকাসীর উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের চেপড়া বাসস্ট্যান্ডে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয় সম্পাদক ফাহিম রহমান খান রনির সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন আরুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকিম রহমান খান আনিক, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, উলাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ শেখ, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রহমান মৃধা, রফিকুল ইসলাম, আনন্দ শেখ প্রমুখ।

1

বক্তারা বলেন, আগামী ২১ মে শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান ভোটে হেরে যাওয়ার ভয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানুর লোকজনকে মিথ্যা অভিযোগসহ বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে