শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা

স্বদেশ ডেস্ক
  ১৭ মে ২০২৪, ০০:০০
চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা
চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে দু'টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে টাঙ্গাইলে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও দুই জেলার ছয়জনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে আয়েশা ব্রিক ফিল্ড ও মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দু'টি চুলিস্ন বন্ধ করে দেওয়া হয়। বুধবার উপজেলার গলক বাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন।

1

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। এ সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নানসহ জেলা কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা এলাকায় অভিযান চালিয়ে পোলাক আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

তিনি জানান, 'অনুমোদনহীন রং, ফ্লেবার, রাসায়নিক দ্রব্য ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন নামের মোড়ক ব্যবহার ও মূল্য উলেস্নখ না করায় পোলাক আইসক্রিমকে ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় মদপান করে মাতলামি করার দায়ে পাঁচ যুবককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

অর্থদন্ডপ্রাপ্ত যুবকেরা হলেন উপজেলার চরম্বা ইউনিয়নের মহিউদ্দিন (২১), পদুয়া ইউনিয়নের মো. বেলাল (২০), বাঁশখালি উপজেলার কালিপুর এলাকার কাজল দাশ (৩১), পদুয়া মৌলভী পাড়ার দিদার (২৬) ও উত্তর আমিরাবাদ পালপাড়ার রনি পাল।

এ সময় চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই এ কে এম আজাদ উদ্দিন ও এএসআই আবদুলস্নাহ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, ভবিষ্যতে তারা মদপান করবে না মর্মে অঙ্গীকার প্রদান করেন। মদপান করে কেউ মাতলামি করলে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকসহ গ্রেপ্তার করে বানু (৫০) নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত নারী মাদক ব্যাবসায়ী বানু সদাসদী গ্রামের হান্নানের স্ত্রী। বুধবার রাতে ওই গ্রামে মাদকবিষয়ক ভ্রাম্যমাণ আদালতে তিনি এ সাজা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক জানান, গোপনে খবর আসে বানু সদাসদী গ্রামে তার বাড়িতে বসে মাদক বিক্রি করছে। এই খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে ধরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে