শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় ডিসি অফিস ঘেরাওয়ের ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৭ মে ২০২৪, ০০:০০
গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় ডিসি অফিস ঘেরাওয়ের ঘোষণা
ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলীয়ায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা - যাযাদি

গোপালগঞ্জে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে গুলিবিদ্ধ হয়ে ওসিকুর ভূইয়া নামের এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আগামী রোববার ডিসি অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়ে ২য় দিনের মতো মহাসড়ক অবরোধ কর্মসূচি শেষ করেছে বিক্ষুব্ধ জনতা।

বর্তমানে চন্দ্রদিঘলিয়া এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। এছাড়া বিজিবিও মোতায়েন রয়েছে ওই এলাকায়।

1

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়ায় সকল শ্রেণিপেশার ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ কয়েক হাজার মানুষ মহাসড়ক অবরোধ করে। তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে নিহত ওসিকুর ভূইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল-স্স্নোগান দিয়ে এলাকা প্রকম্পিত করে। অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রাস্তা ঘিরে রাখলেও মহাসড়ক অবরোধ ঠেকাতে ব্যর্থ হয় তারা। এতে করে ঢাকা-খুলনা মহাসড়কে কয়েকশ' যানবাহন আটকা পড়ে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেছেন, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে