শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কচুয়ায় ৫ম পর্যায়ে আশ্রয়ণের ঘর পাচ্ছে আরও ১১৬ ভূমিহীন পরিবার

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ১০ জুন ২০২৪, ০০:০০
কচুয়ায় ৫ম পর্যায়ে আশ্রয়ণের ঘর পাচ্ছে আরও ১১৬ ভূমিহীন পরিবার

কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১১৬ ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবার। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অসহায় পরিবারের মধ্যে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে। এদিকে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ১৩৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২ শতক জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

এছাড়া ৫ম পর্যায়ে ১১৬টি ঘর আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করবে কচুয়া উপজেলা প্রশাসন। যার মধ্যে প্রথম পর্যায়ে ৩৬টি, ২য় পর্যায়ে ১৭টি, ৩য় পর্যায়ে ৭৩টি, ৪র্থ পর্যায়ে ১০টি এবং ৫ম পর্যায়ে ১১৬টি ঘর নির্মিত হয়েছে।

1

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কচুয়া ইউএনও রাখী ব্যানার্জী।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু, পলস্নী বিদু্যৎ সমিতির এজিএম নাজমুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে