বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পার্বতীপুরে বালু সংকটে অবকাঠামো উন্নয়ন কাজে অচলাবস্থা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ২৪ জুন ২০২৪, ০০:০০
পার্বতীপুরে বালু সংকটে অবকাঠামো উন্নয়ন কাজে অচলাবস্থা

দিনাজপুরের পার্বতীপুরে বৈধ বালু মহাল বা বালুর উৎস না থাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজে এক ধরনের অচলাবস্থা দেখা দিয়েছে। সূত্রমতে, ইতোপূর্বে সরকারি পর্যায়ে বালু মহল থেকে বালু উত্তোলন করে এ কাজগুলো সম্পন্ন করা হতো। তবে গত ৪-৫ বছর যাবত অধিকাংশ বালু মহাল ইজারা বন্ধ থাকায় উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়েছে।

এদিকে পার্বতীপুর এলজিইডি সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে বৃহত্তর দিনাজপুর ও রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো প্রকল্পের অধীনে ৫২টি প্রকল্পের মাধ্যমে পার্বতীপুরে ১৪টি কাঁচা রাস্তা পাকাকরণের কাজ চলমান রয়েছে। রোববার সকালে সরেজমিন গিয়ে চোখে পড়েছে ঠিকাদাররা পরিবহণ ব্যয় কমাতে অন্যস্থান থেকে বালু না এনে স্থানীয় বালু অধু্যষিত এলাকার জমির মালিকের কাছ থেকে বালু কিনে চাহিদা মেটাচ্ছেন। জমির ভূ-গর্ভ থেকে স্কেভেটর মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে শত শত একর আবাদি জমি আবাদ অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার চন্ডিপুর ইউনিয়রে উত্তর শালন্দার এলাকায় চলছে এমন বালু বিক্রির মচ্ছব। ভূ-গর্ভে যে সম্পদ রয়েছে তা সরকারের; এ ক্ষেত্রে কাজটি বে আইনি।

1

এদিকে, দীর্ঘদিন ধরে বালু ভর্তি শত শত ট্রাক চলাচলের কারণে অন্য কাঁচা রাস্তাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। সড়কের কিছু স্থান হাঁটাপথেও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বারংবার তাগাদা দেওয়া সত্ত্বেও এ ব্যাপারে কর্ণপাত করা হচ্ছে না বলে এলাকাবাসীরা জানান।

পার্বতীপুরের ইউএনও ফাতেমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানান, বৈধ বালু মহাল শনাক্তের জরিপ কাজ চলছে। কাজ সমাপ্ত হলে বালু মহাল টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হবে। তখন আর সংকট থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে