রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রেনে কাটা পড়ে ও আত্মহত্যাসহ নানা ঘটনায় পাঁচজনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
ট্রেনে কাটা পড়ে ও আত্মহত্যাসহ নানা ঘটনায় পাঁচজনের মৃতু্য
ট্রেনে কাটা পড়ে ও আত্মহত্যাসহ নানা ঘটনায় পাঁচজনের মৃতু্য

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবকের মৃতু্য হয়েছে। এদিকে, রমেকের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীর রহস্যজনক মৃতু্য হয়। এছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর ও চাঁদপুরের ফরিদগঞ্জে মোটর সাইকেল কিনে না দেওয়ায় আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরার আশাশুনি প্রেস ক্লাবের সাংবাদিক বাবুলের মৃতু্য হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাতনামা এক যুবকের মৃতু্য হয়েছে। বুধবার দুপুরে শহরের কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

1

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে ফাড়ির ইনচার্জ (আইসি) সুব্রত বিশ্বাস জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে শহরের কলেজ গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রংপুর প্রতিনিধি জানান, রংপুর মেডিকেল কলেজের (রমেক) পোস্ট গ্র্যাজুয়েটের শিক্ষার্থী মো. আখতারুজ্জামানের (৫২) রহস্যজনক মৃতু্য হয়েছে। গত মঙ্গলবার সকালে রমেক হাসপাতালের শেখ রাসেল পোস্ট গ্র্যাজুয়েশন ডরমেটরি ভবনের ষষ্ঠ তলার ৬-এফ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিন দিন আগে তিনি পরীক্ষায় অংশ নিতে রংপুর এসেছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিজি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নীলফামারী সদর উপজেলার প্রতিভা নীলপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে তিনি।

জানা গেছে, মঙ্গলবার সকালে মরদেহ থেকে রক্ত গড়িয়ে দরজার বাইরে বের হতে দেখে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মিলনুর রহমান মিলন পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মো. আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজুর রহমান জানান, ডা. আক্তারুজ্জামান রংপুর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে মাবিয়া খাতুন (১১) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালিরচণ গ্রামে নানা মৃত আয়নাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। মাবিয়া ঝাপড়া অভিরাম গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং নানা বাড়ি থেকে করিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় ইউপি সদস্য আল আমিন হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নানি মমতা খাতুন ব্যক্তিগত কাজে বাহির থেকে এসে দেখেন মাবিয়া খাতুন ঘরের ভেতর ধরনার সঙ্গে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক বাবুল সাতক্ষীরা থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে কোমরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে মারা যান তিনি। তিনি আশাশুনি উপজেলার কর্মরত একজন সিনিয়র সাংবাদিক।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে আরমান (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আরমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত আরমান হোসেন উপজেলার সরখাল গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেনের ছেলে।

আরমানের মা হালিমা বেগম বলেন, আরমান গত কয়েকদিন যাবৎ তাকে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। মোটর সাইকেল পেলে সঙ্গদোষে নষ্ট হয়ে যেতে পারে, এই ভয়ে তাকে মোটর সাইকেল কিনে দেননি। পরবর্তীতে সে নিজের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে