রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -সালাম মূর্শেদী এমপি

রূপসা (খুলনা) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -সালাম মূর্শেদী এমপি
খুলনার রূপসায় উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভায় অতিথিরা -যাযাদি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, 'বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সার্বিক গুরুত্বারোপ করেছে। তাই অতীতে যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। দেশের উন্নয়নের জন্য, স্বার্থের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

বুধবার খুলনার রূপসায় উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভায় ভার্চুয়ালভাবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

1

তিনি আরও বলেন, 'আমাদের চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি সবার এক নাও হতে পারে। কিন্তু সবার একটাই লক্ষ্য দেশটা আমাদের সকলের। তাই সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সব শ্রেণি পেশার লোকদের ঐকবদ্ধ হয়ে উপজেলাকে উন্নয়ন রূপান্তরিত করতে একযোগে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুলস্নাহ যোবায়ের, শারমিন সুলতানা রুনা, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ এনামুল হক।

আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর শেখ, মোলস্না ওয়াহিদুজ্জামান মিজান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে