টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকে থাকা বৈদু্যতিক খুঁটি বাসের ভেতরে ঢুকে পড়ায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া তিন জেলার সড়কে আরও ৩ জনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকে থাকা খুঁটি বাসের গস্নাস ভেঙে ভেতরে ঢুকে পড়ায় নারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার উপজেলার গোড়াই শিল্প নগরের মিলগেট এলাকায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হাসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।
পুলিশ জানায়, বুধবার সকালে অনিতা পরিবহণের একটি বাস বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক দিয়ে নীলফামারী থেকে ঢাকা যাচ্ছিল। পথে মির্জাপুরের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে পলস্নী বিদু্যতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসটি ধাক্কা দেয়। এতে বাসের সামনের গস্নাস ভেঙে ট্রাকে থাকা খুঁটি বাসের ভেতরে ঢুকে ঘটনাস্থলেই দুজন নিহত ও আরও দুই যাত্রী আহত হন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুইটি আলমসাধুর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার উপজেলার জয়রামপুরে চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলমসাধু চালক উজ্জ্বল (৩৫) আলমডাঙ্গা নওদা হাপানিয়া গ্রামের আমির আলীর ছেলে। আহত আলমসাধু চালক আলমডাঙ্গা ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইব্রাহিম (৪০)।
পুলিশ জানায়, জয়রামপুর গ্রামে সকাল পৌনে দশটার দিকে দুই আলমসাধুর সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন জীবননগর থেকে মাছ বিক্রি করে খালি ড্রাম নিয়ে ফিরছিলেন ও অপরজন আলমসাধুতে কাঠ নিয়ে দর্শনা অভিমুখে যাচ্ছিলেন। মাছ বিক্রি করে আসা দ্রম্নত গতির আলমসাধু চালক জয়রামপুর চৌধুরীপাড়া নামক স্থানে অপর আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুই চালককে সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। দুই আলমসাধু দামুড়হুদা থানা হেফাজতে আছে। নিহত উজ্জ্বলের পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় একটি বাসের ধাক্কায় নাফিজ শাহরিয়ার আকাশ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সদর উপজেলার তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজ গাইবান্ধা পৌরসভা ব্রিজ রোডের শামসুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান এবং বাসের ভেতর থাকা অনন্ত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান।
বাসের যাত্রীরা অভিযোগ করে বলেন, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেনি চালক। চালকের বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সদর থানার ওসি মাসুদ রানা বলেন, 'বাসের চাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রম্নতগামী কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক মেহেদী হাসান (৩০) নিহত হয়েছেন। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন। নিহত মেহেদী হাসান নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার ইলিয়াছ শেখের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের নোয়াবাজার এলাকায় বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকামুখী দ্রম্নতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক মেহেদী হাসান নিহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফারুক বলেন, 'লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে'।