সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অবৈধ কারেন্ট জাল ও পস্নাস্টিক চাঁই জব্দ করে জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল জেলার কালিহাতীতে ডিমের আড়তে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
বরিশাল অফিস জানায়, বরিশাল নগরীর কোল্ড স্টোরেজে আড়াই লাখ ডিম মজুদ করায় ছয় পাইকারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় এ অভিযান চালানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকেও জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করেন। তারা ওই কোল্ড স্টোরেজে দুই থেকে আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুদ পেয়েছেন। পরে সেখানকার ডিম মজুদকারী পাইকারি বিক্রেতাদের খবর দেওয়া হয়। ডিমের পাইকারি বিক্রেতারা এসে কালোবাজারে বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির জন্য মজুদ করেননি বলে দাবি করেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার আইনে ছয় বিক্রেতাকে পাঁচ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দেওয়া ডিমের পাইকারি বিক্রেতারা হলেন ফারুক হাওলাদার, ইমাদুল আকন, শহীদুল ইসলাম, মো. মুনসুর ও মো. হাবিব। অপরদিকে কোল্ড স্টোরেজের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহরুখ আলম শান্তনু।
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অবৈধ কারেন্ট জাল ও পস্নাস্টিক চাঁই জব্দ করে জরিমানা আদায় করা হয় এবং প্রকাশ্যে আগুনে পোড়ানো হয়। বুধবার দুপুরে জব্দকৃত পস্নাস্টিক চাঁই উপজেলা সদরে প্রকাশ্যে আগুন দিয়ে পোড়ানো হয়। এর আগে মঙ্গলবার জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা সদরে প্রকাশ্যে পোড়ানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিল্পীরাণী মোদক। সহযোগিতায় ছিলেন ভূমি অফিসের স্টাফ ও থানার পুলিশ ফোর্স। উলেস্নখ্য, গত মঙ্গল ও বুধবার বিশ্বম্ভরপুর বাজারের মিঠুন দেবনাথ, জুটন বর্মন ও মানিক মিয়াসহ জনপ্রতি ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় এই অভিযান পরিচালনা করেন। কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টা নাগাদ থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ কারেন্টজাল ক্রেতা-বিক্রেতারা জাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রায় এক লাখ ২০ হাজার টাকার ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। এরপর জনসম্মুখে আগুনে পোড়ানো হয়েছে।
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় বিভিন্ন অভিযোগে একটি ডিমের আড়তে অভিযান চালিয়ে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার বেলা ১২টায় কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় একটি ডিমের আড়তে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।