চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধা ও নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটর-সাইকেল আরোহী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় বাসের ধাক্কায় আয়েশা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পদুয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আয়েশা বেগম একই ওয়ার্ডের খন্দকার পাড়ার মৃত মোহাম্মদ ইউনুছের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী দ্রম্নতগতির যাত্রীবাহী স্স্নিপার বাস বৃদ্ধা আয়েশা বেগমকে পেছনে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সকালে হেঁটে বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীতে সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মো. সাজু (৪৭) নামে এক মোটর-সাইকেল আরোহীর মৃতু্য ঘটেছে। বুধবার বিকালে শহরের ওয়াপদা সংলগ্ন মুজার মোড় এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু নীলফামারীর জলঢাকার বাবুলস্নাপাড়ার মফেল উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
জানা যায়, সাজু মোটর-সাইকেলে ওয়াপদা মোড় থেকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস-টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় উলেস্নখিত স্থানে দ্রম্নতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৈয়দপুর থানার ওসি (তদন্ত) এসএস রাসেল পারভেজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।