বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন

অপহরণ ও ধর্ষণের অভিযোগে নীলফামারীতে এক বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের-১ এর বিচারক গোলাম সারোয়ার।

দন্ডপ্রাপ্ত জাবেদ আলী (৬০) দিনাজপুরের কোতোয়ালি ঘাসিপাড়া গ্রামের মৃত শুকুর আলী ছেলে। তিনি পেশায় একজন ফেরিওয়ালা।

1

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের এক শিশু কন্যাকে (১২) অপহরণ ও ধর্ষণের অভিযোগের ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম তদন্ত করে আসামির বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালে বদলি হলে ৫৪ কার্য দিবসে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌঁশলি বাবু রমেন্দ্রনাথ বর্ধন (বাপ্পি) ১২ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেন। আসামি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে