শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নলছিটিতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নলছিটিতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মী। রোববার নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। এ সময় নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালসহ দলের নেতাকর্মী ছিলেন।

1

লিখিত বক্তব্যে তৌহিদ আলম মান্না জানান, 'আমি দীর্ঘদিন ধরে নলছিটিতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের সুনাম ক্ষুণ্ন হোক এমন কোনো কাজ আমার অথবা আমার পরিবারের দ্বারা কখনো হয়নি। সম্প্রতি কয়েকটি ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক দল ও আমার সদস্য সচিব সাইদুল কবির রানাসহ সহকর্মীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। শিগগিরই এ ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।'

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এনায়েত করিম মিশু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন তালুকদার প্রমুখ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে