বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সাংস্কৃতিক পদযাত্রা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সিরাজগঞ্জে ট্রেন চালুর দাবিতে সাংস্কৃতিক পদযাত্রা করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ -যাযাদি

'সিরাজগঞ্জ এক্সপ্রেস' ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জে সাংস্কৃতিক পদযাত্রা করেছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম থেকে এ পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।

জেলার শিক্ষক, চিকিৎসক, ছাত্র-জনতা, রাইফেল ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিএমএফ, সাংস্কৃতিককর্মী ও সুশীল সমাজ সিরাজগঞ্জবাসীর ব্যানারে এ পদযাত্রার আয়োজন করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জেলা শহর থেকে ঢাকায় ছেড়ে যাওয়া একমাত্র ট্রেন 'সিরাজগঞ্জ এক্সপ্রেস' গত ৪ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়। এতে সিরাজগঞ্জের ব্যবসায়ী ও চাকরিজীবী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।' এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জাসাসের আহ্বায়ক আব্দুলস্নাহ আল-মামুন রানা, সদস্য সচিব আব্দুল হালিম টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে