বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

কলেজের গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি হলেন আলফাজ সরকার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আলফাজ সরকার

উৎসবমুখর পরিবেশে ও সরাসরি ভোটের মাধ্যমে গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে কলেজ অডিটরিয়ামে সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

যাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলেজের সমাজকর্ম বিষয়ের প্রভাষক আলফাজ সরকার আকাশ।

নির্বাচনে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রভাষক আলফাজ সরকার আকাশের প্রাপ্ত ভোট ২৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার পেয়েছেন ৯ ভোট। আলফাজ সরকার আকাশ শিক্ষকতার পাশাপাশি দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশনের সাংবাদিক হিসেবে শ্রীপুরে কর্মরত রয়েছেন। বিজয়ী হয়ে প্রভাষক আলফাজ সরকার বলেন, 'সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতার অন্ত নেই। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক ও প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করতে চাই। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করি।'

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, 'প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শিক্ষকরা তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন, যা ছিল উৎসবমুখর ও পারস্পারিক সম্পর্কের বহিঃপ্রকাশ। গঠিত কমিটি কলেজের সার্বিক বিষয়ে কল্যাণমূলক কাজ করবে বলে আমার বিশ্বাস।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে