বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

তিন জেলায় প্রধান শিক্ষক ও অধ্যক্ষের পদত্যাগ দাবি

স্বদেশ ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পিরোজপুরের নাজিরপুরে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী -যাযাদি

নীলফামারীর ডোমারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফেনীর পরশুরামে কলেজ অধ্যক্ষ ও পিরোজপুরের নাজিরপুরের মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়বুল ইসলামের অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ইউএনও নাজমুল আলমের কাছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের পাম্প, ক্লাস রুমের ফ্যান, জানো প্রকল্পের দেওয়া এলইডি টিভি, ল্যাপটপ, ওয়াশ রুমের বিভিন্ন সরঞ্জাম তিনি নিজ বাড়িতে নিয়ে যান। ফলে অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না। এ ছাড়া পরীক্ষার অতিরিক্ত ফি আদায়, উপবৃত্তির কথা বলে টাকা আদায় করার অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, 'অভিযোগের বিষয়ে ম্যানেজিং কমিটির মিটিং ডেকেছি। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর পরশুরামের খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে অবিলম্বে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান তারা। শিক্ষার্থীরা অধ্যক্ষকে কক্ষে অবরুদ্ধ করে রাখেন একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনে অভিযুক্ত অধ্যক্ষর বিরুদ্ধে নানা স্স্নোগান দেন এবং বক্তব্য দেন। খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরপর শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, ভর্তি বাণিজ্যসহ ব্যাপক অনিয়ম-দুর্নীতির একটি অভিযোগ দাখিল করেন। ইউএনও আফরোজা হাবিব শাপলা বলেন, শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের নাজিরপুরের ডুমুরিয়া নেছারিয়া আলিম বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একে এম ফজলুল হকের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। মঙ্গলবার মাদ্রাসা মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, 'গত ২৬ আগস্ট ২০২২ সালে একজন নৈশপ্রহরী, একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও অফিসকারিকাম-হিসাব সহকারী পদে পিরোজপুর ফাজিল মাদ্রাসায় লোক দেখানো সাক্ষাৎকার গ্রহণ করে প্রার্থী নির্বাচন করেন। নিয়োগকৃত প্রত্যেক কর্মচারীর নিয়োগ বাতিলের দাবি জানান তারা।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ এ কে এমফজলুল হক জানান, আমার কোনো অপরাধ নাই, যা করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান, মানববন্ধনের বিষয় ও এলাকাবাসীর স্মারকলিপি আমি এখনো দেখিনি। বিস্তারিত দেখে ওই মাদ্রাসায় ভিজিটে যাব। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে