বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
যবিপ্রবি শিক্ষার্থী ও তার স্ত্রীকে আটকে রেখে মারপিট অভিযুক্ত আটক

নাশকতা মামলার আসামিসহ তিন জেলায় ৬ জন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নাশকতা মামলার আসামিসহ তিন জেলায় ৬ জন গ্রেপ্তার

নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ বিভিন্ন মামলায় তিন জেলায় ছয়জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঝিনাইদহ, পাবনা ও পঞ্চগড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে, যশোরে যবিপ্রবি'র এক শিক্ষার্থী ও তার স্ত্রীকে আটকে রেখে মারপিটের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছের্ যাব। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমের ছোট ভাই।

ঝিনাইদহর্ যাবের মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পাবনা প্রতিনিধি জানান, পাবনা শহরের পৌর এলাকার আটুয়ায় পৃথক অভিযানে ৩ জন চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং গুলি, কার্তুজ ও কার্তুজের খোসা উদ্ধার করেছের্ যাব। সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করের্ যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

র্

যাবের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদে পৌর এলাকার আটুয়া ঈদগা সংলগ্ন হাজী রাজা মিয়ার বাড়ির পাশে নারিকেল গাছের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ রাউন্ড গুলি, ৯ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। অন্যদিকে সোমবার রাতে একই এলাকার সিকাত উকিলের গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর জনৈক এক সদস্যকে ধারালো অস্ত্র দেখিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া চেষ্টা করে ছিনতাইকারী। কৌশলে কৃষ্ণপুর মহলস্নার জয়নাল খাঁর ছেলে হাসিবুল ইসলাম সনি (২২) নামের এক ছিনতাইকারীকে একটি ধারালো চাকুসহ আটক করা হয়। খবর পেয়ের্ যাব গিয়ে আটক ছিনতাইকারীকে তাদের হেফাজতে নেয়। পরে লাইব্রেরী বাজার থেকে শাহিনুল ইসলামের ছেলে সাব্বির হোসেন শান্ত (২২) ও লিয়াকত আলীর ছেলে বিপুল বিন লিয়াকতকে (২৮) আটক করে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, বন্ধ হয়ে থাকা পঞ্চগড় চিনিকলের প্রায় ১৫০ কেজি ওজনের ৬ বান্ডিল পিতলের পাইপ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে দুই যুবক। পরে তাদের সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটকরা হলো পঞ্চগড়ের পূর্ব শিকারপুর গ্রামের তছলিম উদ্দীনের ছেলে তারিকুল ও পশ্চিম শিকারপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে আজাদ আলী।

গত সোমবার দিবাগত রাতে চিনিকলের দক্ষিণ সীমানা প্রাচীর দিয়ে চুরি শেষে পালানোর সময় তাদের আটক করে স্থানীয়রা।

পঞ্চগড় চিনিকলের জুনিয়র অফিসার (ভান্ডার ও প্রশাসনের সব দায়িত্বে) সন্তোষ কুমার দাস বলেন, 'আমাদের সিকিউরিটি গার্ড ওই দুই চোরকে মালামালসহ আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে তাদের হাতে তুলে দেওয়া হয়।'

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক হ্যামলেট বর্মন বলেন, মিল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্টাফ রিপোর্টার যশোর জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী শেখ নেছার উদ্দিন ও তার স্ত্রীকে আটকে রেখে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে যশোর শহরের কাঠালতলা এলাকায় আলমগীর কবিরের বাসায় মারপিটের এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। আহত যবিপ্রবির ছাত্র শেখ নেছার উদ্দীনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যবিপ্রবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ফরিদপুরের বোয়ালমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সফিকুল আলম চৌধুরী বলেন, শিক্ষক নেছারের শরীরে মারপিটের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় তানিয়া আলমের বিরুদ্ধে রাতেই থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে