শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নওগাঁয় দুই সাংবাদিককে নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি

নওগাঁ প্রতিনিধি
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নওগাঁয় দুই সাংবাদিককে নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি

নওগাঁয় দুই সাংবাদিককের তুলে নিয়ে নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

জেলার পত্নীতলার উপজেলা সাংবাদিক মাহমুদুন্নবী ও রবিউলকে ইসলামকে তুলে নিয়ে নির্যাতন ও মাহমুদুর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ করে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাংবাদিকরা এ মানববন্ধন করেন। বৃহস্পতিবার শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

1

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক মাহমুদুন্নবী ও রবিউল ইসলামকে তুলে নিয়ে নির্যাতন ও গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করা হয়েছে। পরে এই ঘটনায় মাহমুদুন্নবীর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করতে গেলে তার মামলা না নিয়ে উল্টো ক্লিনিক মালিকরা ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দায়ের করেন। সঠিক তদন্তের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি বন্ধ করার আহ্বান জানান সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল, সাদিকুল ইসলাম, এম আর রকি, এ কে সাজু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে