বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

জামায়াত কর্মীদের উন্নত চরিত্র দিয়ে সমাজে গণভিত্তি রচনা করতে হবে -মুহাম্মদ শাহজাহান

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জামায়াত কর্মীদের উন্নত চরিত্র দিয়ে সমাজে গণভিত্তি রচনা করতে হবে -মুহাম্মদ শাহজাহান
চট্টগ্রামের চান্দগাঁওয়ে অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান -যাযাদি

ম চট্টগ্রাম বু্যরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, 'আগামীর ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য জামায়াত কর্মীদের উন্নত চরিত্র দিয়ে সমাজে গণভিত্তি রচনা করতে হবে। সংগঠনের অভ্যন্তরে সুন্দর জান্নাতি পরিবেশ নিশ্চিত করার জন্য আনুগত্য, পরামর্শ ও এহতেশাবের চর্চা সংগঠনের সকল স্তরে যথাযথভাবে প্রচলন রাখতে হবে।' শুক্রবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা জামায়াত আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1

তিনি আরও বলেন, 'কুরআনের জ্ঞানে নিজেদেরকে আলোকিত করতে হবে জামায়াতে ইসলামীর কর্মীদের। আকাইদ ও ফিকহর জ্ঞানে পারদর্শী হতে হবে সকলকে। সমাজ ও নিজেদেরকে ইসলামের সঠিক জ্ঞানে পরিশুদ্ধ করে কথা-কাজে মিল রেখে চলতে হবে। ভারসাম্যপূর্ণ মেজাজের অধিকারী ও হিকমার মাধ্যমে শত্রম্নর হৃদয়কে জয় করার যোগ্যতা অর্জন করতে হবে। সব ধরনের অশ্লীলতা পরিহার করে জীবনকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে হবে। সর্বোপরি আলস্নাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে রাসূল (সা) ও তাঁর সাহবীদের অনুসারী হতে হবে।'

শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, 'আলস্নাহ্‌ তা'আলাই মানবজাতির একমাত্র রব, বিধানদাতা ও হুকুমকর্তা, কুরআন ও সুন্নাহ্‌ই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান, মহানবীই (সা.) মানবজীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের লক্ষ্য এবং আলস্নাহ সন্তুষ্টি ও আখিরাতের মুক্তিই মুমিন জীবনের কাম্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীন ইসলাম কায়েম করতে চায় বলেই সংগঠনের মাধ্যমে যোগ্য লোক তৈরি করছে।'

চান্দগাঁও থানা জামায়াতের আমীর মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. আজাদ চৌধুরী ও মো. ওমর গনি, সাংগঠনিক সেক্রেটারি মুজিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়ার ওমর ফারুক, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য নুরুল মোস্তফা হেলালী, ড. জাকির হোসেন হাওলাদার, হাফেজ আব্দুল আজিজ মো. শোয়াইব, আব্দুল কাদের পাটোয়ারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে