বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

নরসিংদীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি নেতার

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নরসিংদীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি নেতার

গত ১ সেপ্টেম্বর 'দেশ বার্তা' নামক একটি অনলাইন পোর্টালে 'মামলা তুলে নিতে বাদীকে অপহরণ' ও 'নরসিংদী জেলা বিএনপির মনজুর এলাহীর বিরুদ্ধে ১১ কোটি টাকা লেনদেনের অভিযোগ' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মনজুর এলাহী। বুধবার এক বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি উলেস্নখ করেন, সংবাদটিতে তাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা বানোয়াট সংবাদটি প্রকাশ করা হয়েছে। মিথ্যা এ সংবাদটি কারো প্ররোচনায় করা হয়েছে এটা সুস্পষ্ট বলে মনে করেন তিনি। কারণ সংবাদটির প্রতিবেদক মনজুর এলাহীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাইবাছাই ছাড়া এমনকি তার কোনো বক্তব্য গ্রহণ না করেই সংবাদ প্রকাশ করেছেন। এতে প্রতিবেদক তার ওপর অবিচার করেছেন বলে মনে করেন মনজুর এলাহী। তিনি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে