বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

বেলাবোতে গ্রাহকের টাকা নিয়ে উধাও 'ভুয়া' এনজিও

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বেলাবোতে গ্রাহকের টাকা নিয়ে উধাও 'ভুয়া' এনজিও

নরসিংদীর বেলাবোতে সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে প্রায় ১০ লক্ষাধিক জামানতের টাকা নিয়ে উধাও 'পলস্নী সেবা কর্মসূচি' নামের একটি ভুয়া এনজিও। বৃহস্পতিবার বিকালে ঋণ নিতে এসে ওই এনজিওর অফিসে তালা ঝুলতে দেখে জড়ো হন শতাধিক ভুক্তভোগী।

এ সময় ভুক্তভোগী চর বাঘবের লোহাজুরি কান্দা গ্রামের অনুফা বেগমসহ আরও অনেকেই কান্নাজড়িত কণ্ঠে বলেন, '১ থেকে ২ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা করে নেয়। বৃহস্পতিবার বিকালে ঋণ দেবে বলে আমাদের অফিসে আসতে বলে। আমরা অফিসে দেখি তালা বন্ধ করে পালিয়ে যায়।'

জানা যায়, গত এক সপ্তাহ আগে বেলাবো বাজার টিঅ্যান্ডটি রোড হাজী সাফি উদ্দিনের বাড়িতে দুটি রুম ভাড়া নিয়ে 'পলস্নী সেবা কর্মসূচি' নামের একটি ব্যানার সাটিয়ে শুরু করে এনজিও কার্যক্রম। তারা এক সপ্তাহের মধ্যে এক থেকে দুই লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েক শতাধিক মহিলাদের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় ১০ লক্ষাধিক টাকা।

তবে বাড়িওয়ালা হাজী সাফি উদ্দিনের কাছে প্রতারকচক্রের পরিচয় বা চুক্তিপত্র করে ভাড়া দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমার সঙ্গে চুক্তি করার কথা ছিল, কিন্তু চুক্তি করবে করবে বলে করেনি।' এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সাকিল আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি শনিবার এসে গ্রাহকের টাকা দিয়ে দেবেন বলে ফোন কেটে দেন। বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, 'কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে