সিরাজগঞ্জ, চট্টগ্রামে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্তসহ ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছেনর্ যাব ও পুলিশ। এছাড়াও বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যবসায়ী এবং কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছেন পুলিশ। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জের চাঞ্চল্যকর অপহরণ, হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃতু্য কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইসমাইল শেখ ওরফে রাসেল শেখকে (২৬) আদালত কর্তৃক সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার করেছের্ যাব-১২, সদর কোম্পানির একটি অভিযানিক দল। রাসেল শহরের পৌর এলাকা মাহমুদপুর গ্রামের মৃত মো. সাইফুল শেখের ছেলে। শনিবার সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিরাজগঞ্জর্ যাব-১২'র সদর কোম্পানী কমান্ডার লে. এম আবুল হাশেম সবুজ। গ্রেপ্তারকৃত আসামিকে সিরাজগঞ্জ সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রামের সীতাকুন্ড থানা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার পলাতক আসামি আলাউদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্(যাব-৭)। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতের্ যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম এ তথ্য জানান। গ্রেপ্তার আসামি আলাউদ্দিন চট্টগ্রামের সীতাকুন্ড থানার মধ্যম মহাদেবপুর শেখ নগর গ্রামের এরশদ উলস্নাহ জুনুর ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার সন্দেহে মাহমুদা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি। এর আগে শুক্রবার রাতে পৌরসভার আনছার রোড এলাকার ফজলুল হকের বাড়িতে ওই হত্যার ঘটনা ঘটে। নিহত মাহমুদা আক্তার ময়মনসিংহের নান্দাইল থানার দত্তপুর গ্রামের মোস্তাফা মিয়ার মেয়ে। অভিযুক্ত রুবেল একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, 'খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা চলমান।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হলো রাসেল নামে এক যুবক। রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেলের বন্ধু শাহেদ হোসেনকে আটক করেছে পুলিশ। আটক সাহেদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দু'জন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহেদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শাহেদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০৪ বোতল বিদেশি মদ এবং ৩০ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল পস্নাজায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উজ্জ্বল কুমার দেব (৪০), একই এলাকার মাহমুদুল হাসান (১৮) ও শামসুল ইসলাম (২৮), লক্ষ্ণীপুর জেলার সদর উপজেলার ভাঙ্গা গ্রামের রিয়াজ (৩২) ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নজরুল ইসলাম (২৬)। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি সফিউল কবির।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলায় কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মো. রিয়াজ মাল (২৩) নামে ওই শিক্ষার্থীর সহপাটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোংলা থানা পুলিশ গ্রেপ্তার রিয়াজকে শুক্রবার বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ধর্ষণের ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মোংলা থানায় একটি মামলা করেছেন। এ বিষয়ে মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী ওই তরুণী বাদী হয়ে মোংলা থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত সহপাঠিকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়।