মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নরসিংদীতে হত্যা ও ধর্ষণের ঘটনায় তিনজন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
নরসিংদীতে হত্যা ও ধর্ষণের ঘটনায় তিনজন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় রাবেয়া খাতুন (৫৩) নামে এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী। বুধবার দুপুরে নরসিংদী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। গত ২৫ থেকে ২৯ অক্টোবর চার দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রায়পুরার আদিয়াবাদ পিপিনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. সুমন (২০), একই উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে জীবন (১৯) ও আব্দুর রহিমের ছেলে স্বপন (৫৫)।

পিবিআই পুলিশ সুপার জানান, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর সকালে নিজ ঘরের মেঝে থেকে গলায় কাপড় পেঁচানো ও উলঙ্গ অবস্থায় রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘরের পশ্চিম পাশে দুটি সিঁধ কাটা ছিল। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই আমির হামজা বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করেন। কিন্তু দীর্ঘ দিনেও ক্লুলেস এই মামলাটির তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় চলতি বছর ৩১ মার্চ মামলাটি পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশক্রমে পিবিআইকে তদন্তভার দেওয়া হয়। এরপর গত ২৫ অক্টোবর নরসিংদী রেলস্টেশন থেকে সুমন (২০) গ্রেপ্তার হন। তার দেওয়া তথ্যে জীবন (১৯) ও পরে তারা ২৬ অক্টোবর নরসিংদী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে স্বপন (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে