বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
টাকা-স্বর্ণালঙ্কার লুট, চালক আহত

গাজীপুরে সড়কে পিকআপ রেখে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুরে সড়কে পিকআপ রেখে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে সড়কে পিকআপ রেখে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ডাকতির শিকার লোকদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন সাংবাদিকদের কাছে। বুধবার দিবাগত রাত ১টায় কালিয়াকৈর-মাওনা সড়কের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথার পাড় ব্রিজ সংলগ্ন স্থানে সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এর আগেও ওই সড়কের ব্রিজ সংলগ্ন স্থানে রাত ১০টার পর প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।

রাতের ওই সময়ে হাফপ্যান্ট ও মুখোশ পরিহিত ৭-৮ জনের ডাকাত দল গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারের (৪২) গাড়িতে হামলা করে ভাংচুর করে। ডাকাতরা তার চালক মইনুলকে (৩০) কুপিয়ে আহত করে এবং তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। বৃহস্পতিবার সকাল ১০টায় শরীফুল ইসলাম সরকার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শরীফুল ইসলাম সরকার মাওনা ইউনিয়নের (মাওনা মধ্যপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

1

শরীফুল ইসলাম সরকার জানান, ওইদিন ব্যবসায়িক কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর থেকে তিনি এবং তার সহযোগী সালাউদ্দিন আহমেদ সোহাগ শ্রীপুরের মাওনা নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ১টায় কালিয়াকৈর-মাওনা সড়কের পাথার পাড় ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছলে ৭-৮ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিকআপ সড়কের ওপর রেখে ব্যারিকেড দিয়ে তাদের জিপ গাড়ির গতিরোধ করে। এ সময় হাফপ্যান্ট পরিহিত ডাকাতদের মধ্যে ৫ জনের শরীরে কোনো জামা ছিল না এবং গামছা দিয়ে মুখ বাঁধা ছিল। তাদের মধ্যে দুইজনের মুখ খোলা ছিল। ডাকাতরা গাড়ির সামনে ও পেছনের গস্নাসে রামদা দিয়ে কুপিয়ে গস্নাস ভেঙে ফেলে। এ সময় এক ডাকাত চালক মইনুলের কাছে গাড়ির চাবি চাওয়ায় না দিলে তাকে কুপিয়ে আহত করে। ডাকাতরা তাদের কাছ থেকে স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, স্বর্ণের বেসলেট লুটে নেয়। পরে তাদের সঙ্গে থাকা নগদ এক লাখ ৩৫ হাজার টাকা নেয়। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, সড়কে ডাকাতির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রীপুর-কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন খান বলেন, ডাকাতির শিকার লোকদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন সাংবাদিকের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে